Showing posts with label GP MMS FREE INTERNET. Show all posts
Showing posts with label GP MMS FREE INTERNET. Show all posts

GP MMS FREE INTERNET FULL DETAILS..........ALL PROBLEM SOLVE.

গ্রামীণফোন ফ্রি নেট নিয়ে এটিই আমার শেষ টিউন। এরপর ফ্রি নেট বন্ধ হলে আমি আর নতুন টিপস নিয়ে শেয়ার করবো না।

হাই! আমি টিজে গেমওয়ালা! আমি মূলত গেম নিয়ে টিউন করি এই ব্লগে। তবে ইদানিং জিপি ফ্রি নেট নিয়ে পোষ্ট করছি ধারাবাহিক ভাবে। একটা কথা পরিস্কার করে বলে রাখছি, ভাই আমিও আপনাদের মতোই একজন সাধারণ নেট ইউজার, নেট সম্পর্কে আমার তেমন ধারণা নেই। এই টিপসগুলো আমি বিভিন্ন জায়গা হতে এনে জোড়া দিয়েছি মাত্র এবং আমার কাজ এখানে শুধুমাত্র স্পিডি প্রোক্সি দেওয়া!!! তাই আমাকে এইসব ফ্রি নেট এর বস বলবেন না ।
কিছুদিন আগে রানা ভাই মোবাইলের জন্য অপেরা মিনি নতুন করে দেবার পর তারপরের দিনই গ্রামীণফোন কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দেয়। এবং পিসিতে ব্যবহার করার জন্য gpmms সেটিং করে দেয়!! আসলে এবার তো কোনো আলাদা করে প্রোক্সি দেওয়া হয়নি সরাসরি জিপিএমএমএস সিলেক্ট করা হয়েছে তাই গ্রামীণফোন gpmms টি ডিলেট করতে পারে নি, কারণ এটি বন্ধ করে দিলে গ্রামীণফোন নেটওর্য়াক এর এমএমএস ব্যবস্থাটিই বন্ধ হয়ে যাবে!! তার মানে এই পদ্ধতিতে অনেকদিন পযর্ন্ত ফ্রি নেট ব্যবহার করা যাবে।
তবে আর শান্তি মতো ব্যবহার করতে দিল না!!! আমার ওই পোষ্টের দুই দিনের মাথায় গ্রামীণফোন এমএমএস নেটওর্য়াক কে ৪ মিনিট ৩৬ সেকেন্ডে লিমিট করে দেয়। মানে প্রায় ৫ মিনিট পর পর নেট অটো ডিসকানেন্ট হয়ে যাবে!! গ্রামীণফোন ভেবেছে যে একটি এমএমএস পাঠাতে ৫ মিনিট এর বেশি সময় লাগে না!! তবে আমি আজ এর সমাধান এনেছি।
গ্রামীণফোন সরকার এর কাছ থেকে ১ গিগাবাইট ডাটা ১৪ টাকায় (১৩ টাকা ৪৪ পয়সা) কিনে। এবং তা আমাদের কাছে ৩৪৫/= টাকায় বিক্রি করে!!! ওরে!!! তাই এই উচ্চ মূল্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। ভারতে গ্রামীণফোন (টেলিনর) ১জিবি ডাটা ৩৪ রুপিতে গ্রাহকদের দিচ্ছে। শুধু বাংলাদেশকেই ঠকাবে নাকি!!!
আপনারা নেট ঘাটলে দেখবেন যে, ভারতে এয়ারটেল এর ফ্রি নেট গ্রাহকেরা প্রায় কয়েক বছর ধরে ব্যবহার করছে, তাহলে এয়ারটেল ভারতে ফ্রি নেট বন্ধ করে দেয় না কেন!! কারণ এই ফ্রি নেট এর দরুণ এয়ারটেল অনেক গ্রাহক তাদের নেটওয়ার্কে যুক্ত করতে পেরেছে, বন্ধ করে দিলে এই গ্রাহক গুলোকে হারাবে তারা।
আর বাংলাদেশে গ্রামীণফোন ফ্রি নেট বন্ধ করে দিতে সাহস পায় কারণ গ্রামীণফোন এর মতো নেট স্পিড অন্য কোনো সিম কোম্পানিতে নেই বলে!!! যাই হোক!
ইন্টারনেটের দাম কমাতে হলে আমাদেরকে আন্দোলন এর ডাক দিতে হবে। ১জিবি প্যাক ১০০ টাকা ভ্যাট সহ যদি নির্ধারণ করা হয় তাহলে ফ্রি নেট এর দিকে মানুষ তাকাবেও না!
এবার টিউনে আসি:
প্রথমে আপনাকে পি১ প্যাকেজ ব্যাতিত অন্য যেকোনো প্যাকেজ একটিভ করে নিতে হবে।
এরপর আপনার মোডেম / পিসি সুইট সেটআপ করে নিতে হবে।
পিসি সুইট সেটআপ:
১। নোকিয়া পিসি সুইট ওপেন করুন।

২। এরপর নেট কানেক্ট অপশনে যান। সেখানে নিচের সেটিং অপশনে (স্ক্রু ড্রাইভার আইকন) ক্লিক করুন।

৩। এখানে:

Select Network Operator অপশন থেকে Configure the Connection Manually অপশনে ক্লিক দিয়ে নেক্সট বক্সে ক্লিক করুন।
৪। এখানে শুধু একসেস পয়েন্টে gpmms লিখে টিক চিহ্ন দিয়ে বেরিয়ে আসুন।

৫। এরপর কানেক্ট দিন। প্রথমবার কানেক্ট হতে হালকা সময় নেবে।
এরপর সরাসরি মোজিলা ফায়ারফক্স স্টেপস টিতে চলে যান - - - - -
জিপি মোডেম সেটিং:
১। প্রথমে দেখুন কারেন্ট আছে নাকি!!! আশুগঞ্জ বির্দ্যুৎ কারখানার কয়েকটি মেশিন বন্ধ হয়ে যাওয়ায় এই হবিগঞ্জ এরিয়ায় দিনে ৬ ঘন্টা কারেন্ট পাওয়া যায়!
২। এরপর আপনার পিসি/ল্যাপটপ টি ওপেন করুন।
৩। গ্রামীণফোন মডেম অথবা নোকিয়া পিসি সুইট কানেক্ট করুন।
৪। যেহেতু আমার নোকিয়া পিসি সুইট মানে নোকিয়া সেট নাই তাই আমি গ্রামীণফোন মডেম দিয়ে দেখাচ্ছি, পিসি সুইটেও একই নিময় বজায় রাখুন।
৫। গ্রামীণমোড মডেম সফটটি ওপেন হউক। এরপর টুলস>অপশন এ যান।

৬। টুলস ডায়ালগ বক্স আসলে সেখান থেকে প্রোফাইল ম্যানেজারে যান।

৭। এরপর নিচের মতো করুন এবং ছবি অনুসরণ করুন:

Profile Name:
GPMMS
APN Type:
Static
APN:
gpmms
আর কিছু করা লাগবে না। এরপর সেভ বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন।
৮। এরপর মেইন মেনু থেকে জিপিএমএমএস সিলেক্ট করে কানেন্ট দিন!

প্রথম বার কানেন্ট হতে হালকা সময় নেবে।****


এখন আপনাকে দুটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে, নিচের লেখায় ক্লিক করে সরাসরি ডাউনলোড দিন:
১। প্রোক্সিমাইজ - সাইজ ৩ মেগাবাইট,
২। অটো ডায়ালার - সাইজ ৪০০ কিলোবাইট।
প্রোক্সিমাইজ:
প্রোক্সি মাইজ সফটওয়্যারটির মাধ্যমে এখন আর আলাদা করে কোনো প্রোক্সি লাগবে না। এতে আপনি আপনার গোপনীয় সাইট (যেমন ফেসবুক, জিমেইল) মানে যেসব সাইটে পাসওর্য়্যাড দিয়ে ডুকতে হয় তা করতে পারবেন। হ্যাক হবে না।
স্টেপস:
১। সফটওয়্যারটি ডাউনলোড করুন,আনজিপ করুন, এটি পোর্টেবল সংস্করণ তাই সরাসরি প্রোক্সিমাইজ আইকনে ক্লিক করে প্রোগ্রামটি রান করুন।
২। সফটটি ওপেন করলে সিরিয়াল চাইবে।
Name:
GameWala
Serial:
2TCKX-TYQHL-NFN33-3YEDY-QW65D
এই তথ্য দিন।
৩। উপরের দিকে নতুন প্রোফাইল বাটনে ক্লিক করুন।


৪। একটি ডায়ালগ বক্স আসবে। এখানে এডড বাটনে ক্লিক করুন।


৫। এখানে এড্রেস বারে লিখুন ১০.১২৮.০০১.০০২ এবং Port বক্সে লিখুন ৮০৮০, প্রোটোকল HTTP নির্বাচন করে বেরিয়ে আসুন। CLICK OK


এরপর প্রোগ্রামটি মিনিমাইজ করে অটো ডায়ালার সফট টি ওপেন করুন।

এরপর অটো ডায়ালার সেটিং করতে হবে।


অটো ডায়ালার:
এই সফটওয়্যারটির মাধ্যমে নেট বিচ্ছিন্ন হবার সাথে সাথে আবার অটো কানেক্ট হয়ে যাবে। এজন্য আপনাকে প্রথমে প্রোক্সিমাইজ সফটটি চালু রেখে অটো ডায়ালার চালু রাখতে হবে, (মিনিমাইজ করে রাখবেন নেট ব্যবহারের সময় এই দুটি সফট)
ব্যাস! এবার আপনার পিসিতে যেকোনো ব্রাউজার দিয়ে নেট ব্রাউজিং করতে থাকুন।
ডাউনলোড এর জন্য আইডিএম ব্যবহার করুন।



ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহারের নিয়ম:
আইডিএম ওপেন করে অপশন বারে ক্লিক করুন, সেখান থেকে প্রোক্সি সেটিং এ যান। এখানে Https বক্সে ১০.১২৮.০০১.০০২ এবং পোট ৮০৮০ লিখুন। ব্যবহারে সমস্যা হলে Http বক্সেও লিখতে পারেন।



এবার সরাসরি ডাউনলোড করুন!!!


টরেন্ট ব্যবহারের নিয়ম:
১। যেকোনো টরেন্ট সফট যেমন ইউ টরেন্ট  ওপেন করুন, সেখান থেকে অপশন>পেফারেন্স এ যান।



২। প্রেফারেন্স ডায়ালগ বক্স থেকে কানেকশনস অপশনে ক্লিক করুন।

৩। এখানে প্রোক্সি টাইপ বক্সে HTTPS নির্বাচন করুন। এরপর প্রোক্সি ঘরে লিখুন 10.128.001.002 এবং পোট ৮০৮০।


নিচের use proxy server to peer-to-peer connection বক্সে টিক চিহ্ন দিতে পারেন যদি কাজ না করে বৈকি!
৪। এবার টরেন্ট ডাউনলোড শুরু করুন।

এন্টিভাইরাস আপডেট:
এই পদ্ধতিতে ওই সকল এন্টিভাইরাস আপডেট করা যাবে তাদের আলাদা প্রোক্সি সেটিং থাকে। যেমনটি এই এ্যাভাস্ট এন্টিভাইরাস।
১। এ্যাভাস্ট এন্টিভাইরাস সফট ওপেন করুন, সেটিংস অপশনে ক্লিক করুন:


২। সেটিংস ডায়ালগ বক্স আসবে, এখানে আপডেট অপশনে ক্লিক করুন এবং নিচের দিকে যান।


৩। নিচের দিকে প্রোক্সি সেটিং অপশনে ক্লিক করলে একটি পপ-আপ ডায়ালগ বক্স আসবে। এরপর নিচের ছবির মতো সেটিং করে বেরিয়ে আসুন।


এবার প্রয়োজন মতো আপডেট দিন।

 আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুক ঃ facebook

NEW MATHODE FOR GP FREE INTERNET


আসসালামু আলাইকুম , আশা করি আপনারা সবাই ভাল আছেন । এটা আমার প্রথম টিউন । বেশি কথা না বলে কাজের কথাই বলি।
আপনারা অনেকে GPMMS দিয়ে ফ্রী নেট চালাছেন । আর সেটা Mozilla firefox এ proxy sitting দিয়ে । কিন্তু  আমি আজকে আপনাদেরকে একটি সফটওয়্যার দিব , যেটা দিয়ে নেট চালাবেন সব browser এ । কোন proxy sitting ছাড়াই । এছারা সব ওয়েবসাইট এ আপনি ঢুকতে পারবেন সরাসরি । কোন ssl proxy server এ ঢোকা লাগবেনা । এই সফটওয়্যারের নাম অনেকে হইত শুনেছেন । আমি যেই সফটওয়্যারের কথা বলছি সেটা হচ্ছে Proxifier । সফটওয়্যারটি প্রথমে ডাউনলোড করে নিন এই লিঙ্ক থেকে । ইন্সটল করে যখন ওপেন করবেন তখন এই serial key : 2TCKX-TYQHL-NFN33-3YEDY-QW65D দিয়ে অ্যাক্টিভ করে নিবেন । এখন আপনাকে যা করতে হবে   :

    ১.  new profile এ যাবেন
     
২.  Add এ ক্লিক করুন

৩.  Server address 10.128.1.2 এবং Port 8080 দিবেন ।  Protocol  https দিবেন । এবার  ok করুন । বেস হয়ে গেল ।

এখন ফ্রী নেট ইউস করুন যেকোন browser এ  Full speed এ ।
আমার টিউনটি ভাললে comment করবেন ।  আর সমস্যা হলে জানাবেন ।

GPMMS DISCONNECT PROBLEM SOLVE

আস্সালামু আলাইকুম । ক্যামন আছেন আপনারা । আশা করি ভালো নেই । কারনঃ GPMMS বার বার ডিসকান্কটেড হয়ে যাচ্ছে ।

তো আশা করি এখন থেকে আর সমস্যায় পরবেন না ।


  • প্রথমে আপনার ফোনে GPMMS অথবা আমার দেয়া Md sagor/PLEASEHACK[asp] টা একটিভ রাখুন ।
  • এবার নিচের থেকে ফাইলটা ডাউনলোড করুন ।
  • DOWNLOAD
  • এবার এটা ওপেন করুন । লোডিং হবে একটু পরে একটা প্রক্সি সারভারে ঢ়ুকবে । সেখানে গিয়ে যেই সাইটে ঢুকবেন তার লিন্ক দিয়ে GO করেন । ব্যাস এবার ব্রাউজিং এবং ডাউনলোড হবে কোন সমস্যা ছাড়াই । এখানে সর্বচ্চ 440MB পর্যন্ত ডাউনলোড দিতে পারবেন ।
  • যাদের এটা সাপোর্ট করবে না তারা চিন্তা করবেন না । আমি তো আছিই ।
  • প্রথমে আপনার Music player এ যান । তারপর Options এ ক্লিক করে Downloads এ যান । এবার go to web addrase এ যান ।
  • rtsp://
  • লেখা আছে ওট মুছে দিয়ে নিচেরটা লিখুন ।
  • https://zacebook.com
  • এবার একটু অপেক্ষা করুন । যে পেজ এসেছে ওখানে আপনার কান্খিত সাইটের নাম দিয়ে GO করুন । ব্যাস আবারও আগের মত ডাউনলোড করুন ।
  • কোন সমস্য ও বুঝতে না পারলে কমেন্ট করবেন ।
  • বি দ্রঃ এটা দ্বার ফেসবুক ছাড়া সবগুলাতে ঢুকা যাবে ।
  • GP MMS FREE INTERNET FOR PC

    FREE INTERNET USE KOREN KONO ROKOM SOFTWARE CARAI.

    কেমন আছেন সবাই , ফ্রি ইন্টারনেট ব্যবহার করে কিভাবে পিসিতে ফ্রি পিসিহেল্পলাইনবিডি সাইট ব্যবহার করবেন সেই টিপস দিচ্ছি , ফ্রি ইন্টারনেট ব্যবহার  করতে পারলে ফেসবুকে আপনার বন্ধুদের অবশ্যই শেয়ার করবেন ।
    যা যা লাগবেঃ একটি গ্রামীনফোনের সিমকার্ড, একটি পিসি বা ল্যাপটপ ও মডেম
    প্রথমে আপনার গ্রামীনফোনের সিমকার্ডটিতে ৩৫ টাকা ফ্লেক্সিলোড করুন এবার p7 টাইপ করে পাঠিয়ে দিন ৫০০০ নাম্বারে , ১৫ দিনের জন্য প্যাকেজ চালু হয়ে যাবে অথবা ১১ টাকায় p10 চালূ করুণ ৭ দিনের জন্য । মনে রাখবেন ঐ সিমে এই ১৫ দিনের জন্য প্যাকেজ চলাকালীন কোন বাড়তি টাকা লোড দিবেন না তাহলে টাকা কেটে নিবে ।
    এবার আপনার জিপি মডেম ওপেন করে Tools ক্লিক করুন , এবার Options ক্লিক করুন
    FREE net 1
    এবার Profile Management ক্লিক করে New ক্লিক করুন ।
    FREE NET 2
    প্রোফাইল বানান Profile Name দিবেন Gp MMs এবার Static মার্ক করে নিচের মত করে Apn লিখুন gpmms তারপর Access Number *99# দেয়া থাকবে , না দেয়া থাকলে দিয়ে Save ক্লিক করে ওকে ক্লিক করে বের হয়ে আসুন ।
    free net 3
    এবার ফায়ারফক্সে Tools মেনু থেকে options এ যান ।
    fire fox 3
    এবার Advanced > Network>Settings ক্লিক করুন ।
    fire fox 4
    Manual Proxy Configuaration মার্ক  করে আইপি দিন 10.128.001.002 পোর্টে 8080 বসিয়ে Use This Proxy Server For All Protocol এ টিক দিয়ে Ok করে বের হয়ে আসুন ।
    fire fox 5
    এবার আপনার মডেম ওপেন করে Gp Mms দিয়ে Connect করুন ।
    free net6
    এবার ব্রাউজ করার পালা মনে রাখবেন ওয়েবের ঠিকানা দেয়ার আগে https:// ব্যবহার করবেন যেমন https://www.facebook.com এভাবে যেতে হবে ।

    মনে রাখবেন http:// দিয়ে এই পদ্ধতি কাজ করবে না , https:// সাইটগুলো যেমন পিসিহেল্পলাইনবিডি, ফেসবুক, গুগল , ইউটিউব সহ অসংখ্য সাইটে https:// পদ্ধতি কাজ করবে ।
    কাজ হলে বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না ও কোন সমস্যা হলে বা ভাল লাগলে কমেন্টস করবেন অবশ্যই ।

    GP MMS FREE INTERNET (FULL INSTRUCTION)


    হুমম! ফ্রি নেট! কথাটা গত ৬/৭ মাস ব্যাপি বাংলাদেশে ব্যাপক আলোচনা হচ্ছে।  বিশেষ করে বাংলাদেশে সবচেয়ে বড় নেটওর্য়াকওয়ালা কোম্পানি গ্রামীণফোন নেট নিয়ে। তবে কিছুদিন আগে থেকে গ্রামীণফোন “ফ্রি” নেট বন্ধ করে দেয়। এর কারণ হিসেবে বলা হচ্ছে গ্রামীণফোনে থ্রিজি প্রযুক্তির নেটওর্য়াক উন্নয়ন।
    এখানে আমি একটি কথাই বলবো। এই তথাকথিত ফ্রি নেট এর পিছে অবশ্যই গ্রামীণফোনের চাল রয়েছে। ফ্রি নেট আমাদের মতো দেশে শোনা গেলেই হইচই শুরু হয়। মানে হলো ফ্রি নেট এর মাধ্যমে গ্রামীণফোন তাদের গ্রাহক প্রচুর বাড়িয়েছে। কি বলেন???
    যাই হোক মূল টিউনে আসি।

    ফ্রি নেট আবারো ব্যবহার করতে পারবেন তবে:
    ১। থ্রিজি নেটওর্য়াক উন্নয়ন আর যাই হোক আজাইরা এই ফ্রি নেট এর স্পিড ৫০% ধীরগতি সম্পন্ন।
    ২। ধীরগতির জন্য আপনাকে অবশ্যই গ্রামীন নেট এর পি১ প্যাকেজ ছাড়া অবশ্যই অন্য প্যাকেজ একটিভ থাকতে হবে।
    ৩। ১০ মেগাবাইট ডাটা ডাউনলোড করতে পাক্কা ৩২ মিনিট ৪৪ সেকেন্ড লাগবে!! (নাই মামার চেয়ে কানা মামা ভালো!!)
    ৪। নরমাল গতির যে সার্ভার তাতে ১০ মেগাবাইট এর বেশি ডাটা ডাউনলোড হয় না!
    তাই এখন সিদ্ধান্ত আপনার!!!
    কম্পিউটারে ফ্রি নেট, নিয়মাবলী এবং ধাপসমূহ:
    যেহেতু আমি বিস্তারিত বিবরণ সহ দিব তাই শুরু থেকে বলছি!
    ১। প্রথমে দেখুন কারেন্ট আছে নাকি!!! আশুগঞ্জ বির্দ্যুৎ কারখানার কয়েকটি মেশিন বন্ধ হয়ে যাওয়ায় এই হবিগঞ্জ এরিয়ায় দিনে ৬ ঘন্টা কারেন্ট পাওয়া যায়!
    ২। এরপর আপনার পিসি/ল্যাপটপ টি ওপেন করুন।
    ৩। গ্রামীণফোন মডেম অথবা নোকিয়া পিসি সুইট কানেক্ট করুন।
    ৪। যেহেতু আমার নোকিয়া পিসি সুইট মানে নোকিয়া সেট নাই তাই আমি গ্রামীণফোন মডেম দিয়ে দেখাচ্ছি, পিসি সুইটেও একই নিময় বজায় রাখুন।
    ৫। গ্রামীণমোড মডেম সফটটি ওপেন হউক। এরপর টুলস>অপশন এ যান।

    ৬। টুলস ডায়ালগ বক্স আসলে সেখান থেকে প্রোফাইল ম্যানেজারে যান।

    ৭। এরপর নিচের মতো করুন এবং ছবি অনুসরণ করুন:

    Profile Name:
    GPMMS
    APN Type:
    Static
    APN:
    gpmms
    আর কিছু করা লাগবে না। এরপর সেভ বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন।
    ৮। এরপর মেইন মেনু থেকে জিপিএমএমএস সিলেক্ট করে কানেন্ট দিন!

    প্রথম বার কানেন্ট হতে হালকা সময় নেবে।****

    ৯। এরপর মোজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করুন। আপনার অবশ্যই মোজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ইন্সটল থাকতে হবে ফ্রি নেট চালাতে হলে।

    ১০। এরপর টুলস>অপশন কমান্ডটি প্রসেস করুন।

    ১১। টুলস ডায়ালগ বক্স আসলে সেখান থেকে Advanced>Network>Settings কমান্ড অনুসরণ করুন।

    ১২। এখানে:

    Manual Proxy Configuration: অপশনটি নির্বাচন করুন,
    SSL Proxy ঘরে 10.128.1.2 লিখুন এবং Port ঘরে লিখুন 8080।
    অন্যান্য ঘর ফাঁকা রাখুন অর্থ্যাৎ কিচ্ছু করতে হবে না। ওকেতে ক্লিক করে মূল পর্দায় ফিরে আসুন।

    ১৩। এবার ফায়ারফক্স এর এড্রের বারে লিখুন https://www.blessmyass.com অবশ্যই http এর পর একটি s যোগ করবেন।

    একটি SSL Proxy সাইট আসবে। এখানে উপরের দিকের PORT ব্যবহার করুন যদি আপনি ব্রাউজ করতে চান। আর নিচের দিকের PORT ব্যবহার করুন যদি আপনি ডাউনলোড করতে চান। ছবিতে লাল বৃত্ত পোর্টে ব্রাউজ করবেন এবং কালো বৃত্ত পোর্টে ডাউনলোড এর উদ্দেশ্য নিয়ে ব্রাউজ করবেন।

    ১৫। মানে হচ্ছে ধরুণ আপনি ফেসবুক ব্যবহার করবেন, তাই উপরের (লাল বৃত্ত) পোর্টে http://www.facebook.com লিখে ব্রাউজিং শুরু করুন। এবং যদি আপনি ফিউজন বিডি থেকে কোনো কিছু ডাউনলোড করতে চান তবে নিচের (কালো পোর্টে) লিখুন http://www.fusionbd.com এবং ব্রাউজ করে ডাউনলোড দিন।


    ডাউনলোড সমস্যা:
    ১। এটি IDM মানে কোনো ডাউনলোড ম্যানেজারে Support করবে না। তাই ব্রাউজার থেকেই ডাউনলোড দিতে হবে।
    ২। ডাউনলোড গতি থাকবে ১০মেগাবাইট প্রতি আধা ঘন্টায়।
    ৩। গতি কম হলেও এই সাভার্রে আনলিমিটেড সাইজের ফাইল ডাউনলোড দিতে পারবেন। অন্যান্য স্পিডি সার্ভারে ১০ মেগার বেশি ডাউনলোড হয় না!!!

    মোবাইলে একই পদ্ধতি অনুসরণ করুন:
    জিপি এমএমএস (GPMMS) কনফিগারেশন ডিফল্ট হিসেবে সেট করে আপনার মোবাইলে ডিফল্ট ব্রাউজার রে https://www.blessmyass.com লিখে ব্রাউজ এবং ডাউনলোড করুন উপরের নিয়মে!
    উপরের নিয়ম অনুসরণ করেও আপনি যদি ফ্রি নেট চালাতে না পারেন তবে ফেসবুকে আমার সাথে যোগাযোগ করুন: http://www.facebook.com/nano cyber army
    ধন্যবাদ!!