Bangladesh All Hacking Group Details


জেনে নিন বাংলাদেশের হ্যাকার গ্রুপগলোর পরিচিতি এবং তাদের কার্যক্রম

বিছমিল্লাহির রাহমানির রাহীম
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি । হ্যাকিং সাইবার বিশ্বে একটি আতঙ্কের নাম ।হ্যাকিং করে অনেক জন গুরুত্বপূর্ণ ওয়েবসাইট নষ্ট করে দিচ্ছে ।যারা হ্যাকিং করে তাদেরকে হ্যাকার বলা বলা হয় ।বাংলাদেশেও হ্যাকিং র্কাক্রম করার জন্য কতগুলো গ্রুপ রয়েছে ।আজ আমি আপনাদেরকে বাংলাদেশের হ্যাকার গ্রুপগলোর পরিচিতি এবং তাদের কার্যক্রম সম্পর্কে আলোকপাত করব ।তাতে আপনারা অনেককিছু জানতে পারবেন ।
hacking
বাংলাদেশের হ্যাকিং গ্রুপ গুলোর শুরুটা হয়েছিল Bangladesh Cyber Army ( BCA ) থেকে। এর পর 3xp1r3BCA ভেঙে Bangladesh Black Hat Hackers ( BBHH ) । নতুন গ্রুপ হিসেবে আসলো Bangladesh Grey Hat Hackers ( BGHH ) । এর মধ্যে হয়েছে আরও অনেক গ্রুপ ( যেমন ANON BANGLADESH ) ইত্যাদি । কিছুদিন আগে দেখা গেলো আরও একটি নতুন গ্রুপ TEAM BD SEVEN । গ্রুপ বানানোর যেন ধুম লেগেছে । গ্রুপ বাড়ছে , হচ্ছে নতুন নতুন সদস্যও । কিন্তু আসল যে উদ্দেশ্য ভাল হ্যাকার হওয়া সেটি কি আসলে হচ্ছে ?
bangladesh hacker
এই গ্রুপ গুলো যারা পরিচালনা করছেন অর্থাৎ গ্রুপ এডমিন তাদেরই হ্যাকিং দক্ষতা কততুকু ?
Bangladesh Cyber Army কিংবা 3xp1r3 Cyber Army এদের দক্ষতা নিয়ে আশা করি কারো কোন সন্দেহ নেই । নিঃসন্দেহে এরাই বাংলাদেশের অন্যতম প্রধান হ্যাকিং গ্রুপ ।
প্রথমে আসি
Bangladesh Cyber Army:-
Bangladesh Cyber Army
এটি বাংলাদেশের সবচেয়ে বড় এথিকাল হ্যাকিং গ্রুপ । এই গ্রুপটির প্রতিষ্ঠাতা শাদ্মান তাঞ্জিম ।
এর প্রথম দিকের সদস্যরা হলেন : শাহী মির্জা, Lucky FM Chayasathi( Masba Uddin Fahad),পুদিনা পাতা ( ?) , সায়েম ( Script Kidde) , আল্মাস (Alams Ethical Hacker) |
বাংলাদেশ সাইবার আর্মিতে ক্রিও হিসেবে আছেন ৫০+ মেম্বার । তাদের মধ্যে থেকে কিছু নাম ।
  • Bedu33n
  • N!1l
  • Rex0Man
  • ManInDark
  • Escape X0ne(Eclipse )
  • JingoBD
  • Annihilat0r_BD
  • 00xnull
  • 34GL3_3Y3
  • 5!L3NT @55@55!N
  • s1l3n7 BD
  • Rudr0 Akash
  • p5YcH0 d0d93r
Bangladesh Cyber Army- Zone-h -
এ বাংলাদেশের মধ্যে তারা ১ম স্থানে আছে :
BDvsIN সাইবার যুদ্ধে সবচেয়ে বেশি অ্যাটাক করে এই গ্রুপটি । আক্রমণের মুল ভাগে ছিল তারা ।
ওয়ার্ল্ড এর অন্যতম পর্ণ নেটওয়ার্ক Creampaie ধ্বংস করে । Google.com ডাটা ব্যাস হ্যাক করার দক্ষতা দেখায় বিসিএ অ্যাডমিন Bedu33n.
এ ছাড়াও ওয়ার্ল্ড এর বেশ কিছু হ্যাকিং কমিউনিটি ওয়েব সাইট তারা হ্যাক করে ।
২। 3xp1r3 Cyber Army:-
3xp1r3 Cyber Army
এই গ্রুপটির প্রতিষ্ঠাতা সদস্য ৩ জন s1r-3xp1r3( সোহেল আলি ), _sYs_ ( শোয়েব নযরুল), NoPM ( সাজিদ আহমেদ )
এ ছাড়াও গ্রুপটির প্রথম দিকের সদস্যরা হলেন
  • t3rr0r
  • 3xp1r3-61
  • pr1nc3$$_3xp1r3
তাদের বর্তমান একটিভ ক্রিও-দের নাম দেওয়া হল ।
  • s1r-3xp1r3
  • 3xp1r3-61
  • Ethical BD Haxor
  • 3xp1r3-t3rr0r
  • N3r0b
  • NoPM
  • split0_0fire
  • rEd X-3xp1r3
  • 3xp1r3-Dr3@m3r
  • Jack Roy Hardy
  • sYs
  • 3xp1r3-Mind
  • Damage Brain
  • Aj0b_3xp1r3
  • Orions Hunter
  • 3xp1r3_d3c0d3r
3xp1r3 Cyber Army- Zone-h এ বাংলাদেশের রেঙ্কিং এ ২য় স্থানে আছে ।
প্রথম দিকে গ্রুপটি বাংলাদেশি সাইট হ্যাক করলেও এখন তারা এটি আর করে না । BDvsIN ওয়ার এর সময় বেশ কিছু বাংলাদেশি সাইট রিকভার করার সুনাম অর্জন করেছে । BDvsIN ওয়ার এ তারা আক্রমণের অন্যতম শক্তি ছিল ।
  • গ্রুপটি এখন অসহায় ফিলিস্তানিদের সাহায্যের হাত বাড়িয়েছে ।
Bangladesh Black Hat:
Bangladesh Black Hat
এর প্রতিষ্ঠাতা Black Burn Moonlit . BCA তে থাকা কালীন BCA র জন্য লোগো , ব্যানার তৈরি করত & চাইনিজ সাইট IIS মেথড হ্যাক করত। Cyber SpaceTrojon ছড়িয়ে দেয়ার জন্য তাকে BCA থেকে বহিষ্কার করা হয় ।
পরে তিনি BBHH প্রতিষ্ঠা করেন । গ্রুপটির অন্যতম অংশীদার Back Bone, BD Xtor, Orion Hunter.
এর শুরুর দিকের সদস্যরা ছিলেন ।
  • Raiyan Ahmed
  • Rdx Crew
  • Arafat Alam Akash
  • Luge Racer
  • I’m Rock
  • Illûmïnåté Ðëmøñ
  • Mehedi Hsan
  • Sharif Ahmed
  • Oritro Ahmed
  • এই গ্রুপটিই সর্বপ্রথম ইন্ডিয়ানদের প্রতিবাদ জানায় এবং ইন্দিয়াকে শক্ত আক্রমন করে ।
  • বেশ কিছু ভারতিয় & চাইনিজ গভ সাইট হ্যাক করার কৃতিত্ব দেখায় তারা ।
  • এই গ্রুপটির ZONE-H রেঙ্কিং খুব ১টা ভাল নয় ।
গ্রুপটি অভ্যন্তরীণ সমস্যার কারনে এর সব পুরাতন অ্যাডমিন , মোডারেটর , ক্রিও গ্রুপ ত্যাগ করেছে ১ মাত্র Black Burn Moonlit ছাড়া।
বর্তমানে এই গ্রুপটি wewfbœ  Forum থেকে হ্যাকড সাইটের লিংক এনে টা Redeface করে নিজের গ্রুপের নামে চালিয়ে দেন , যার কারনে ঐসব সাইট ভাল কোন Mirror Zone এ মিরর করতে পারেন না ।
এখন BBHH এ হ্যাকিং এর চেয়ে Wallpaper design , Article লিখালিখিই হয় বেশি । এই হচ্ছে হ্যাকিং গ্রুপ ।
আর বর্তমানে উল্লেখ্য করার মত তাদের হাতে কোন ক্রিও নেই ।
Bangladesh Grey Hat :
Bangladesh Grey Hat
এই গ্রুপটির প্রতিষ্ঠাতা BD Xtor এটি BBHH এর আগে বানানো Black Burn Moonlit & Back Bone এর অনুরুধে তিনি BBHH আসেন । তিনি BDvsIN ওয়ারে খুব ভাল পারফারমেন্স দেখান ।
BBHH ভেঙে যাওয়ার পর তিনি আবার BGHH আবার চালু করেন । বর্তমানে তিনি কাজের বেস্ততার কারনে গ্রুপে বেশি সময় দিতে পারেন না ।
গ্রুপে বলার মত ২ জন সদস্য আছেন Rotating Rotor & Fredous Mahbub .
তাদের zone-h এর অবস্থা বেশি ১টা ভাল নয় ।
Anonymous Bangladesh:
Anonymous Bangladesh
এই গ্রুপটির প্রতিষ্ঠাতা Core Anon নামের ১জন প্রবাসী বাঙালীর ।
তারা এখন পর্যন্ত উল্লেখ করার মত কোন কাজ করতে পারে নাই । International Anonymous এর সাথে তাদের ভাল যোগাযোগ আছে । আর Anonymous Bangladesh >> International Anonymous থেকে আনুমোদন প্রাপ্ত গ্রুপ ।
এই গ্রুপটি বাংলাদেশের সব গুলা গ্রুপকে একসাথে কাজ করার ব্যাপারে আলাপ আলোচনা করছে ।
Team BD7 : এই গ্রুপটি সম্পর্কে ভালোভাবে কিছু জানা যাচ্ছে না । তারা নিজেদেরকে আন্ডার গ্রাউন্ড গ্রুপ দাবি করে । এর সদস্য কারা এখন পর্যন্ত বের করা সম্ভব হয়নি ।
তবে গ্রুপটির ৭জনের সাইবার নিক পাওয়া যায় ।
  • S4K3-BD.$3V3N,
  • HAXOR-BD.$3V3N
  • MR.BD.$3V3N
  • $N1P3R-BD.$3V3N
  • $T3W@RD-BD.$3V3N
  • GH0$T.BD.$3V3N
  • P5YCH0_BD.$3V3N
গ্রুপটি এখন পর্যন্ত আহামারি কিছু করতে পারে নাই । তাদের zone-h লিঙ্ক ।
 
এখন আমরা আসব ওয়ার্ল্ড এর অন্যতম সেরা হ্যাকার TiGER-M@TE কে নিয়ে ।
TiGER-M@TE :
TiGER-M@TE
তাকে ওয়ার্ল্ড এর অন্যতম সেরা হ্যাকার হিসেবে ধারণা করা হয় । ১ দিনে সর্বোচ্চ ৭ লাখ সাইট হ্যাক করার কৃতিত্ব দেখান । যেটা আজ পর্যন্ত ওয়ার্ল্ড রেকর্ড হিসেবে আছে । অনেকের ধারনা তার নাম ইমরান ( Imran) । আজ পর্যন্ত কেউ অনার সম্পর্কে কোন কোন তথ্য দিতে সমর্থ হয়নি ।
zone-h তার স্থান প্রথম ৩ জনের ১ জন ।
সবাই ভালো থাকবেন । আল্লাহ হাফেজ ।
তথ্যসুত্র : বাংলাদেশের হ্যাকার গ্রুপ গুলার পরিচিতি & তাদের কার্যক্রম – Bangladesh Cyber Intelligence