Check Your mobile IMEI Number!


মোবাইল ফোন এখন আমাদের জীবনের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে আছে। আপনি আপনার দৈনন্দিন জীবন মোবাইল ছাড়া কোনভাবেই চিন্তা করতে পারবেন না। এটা সারা বিশ্বে প্রচুর পরিমাণে ব্যবহৃত হচ্ছে এবং অবশ্যই বাংলাদেশেও।বাংলাদেশের যে কোন মানুষের হাতেই এখন মোবাইল পাওয়া যায়। কিন্তু অনুতাপের বিষয় হচ্ছে অনেক নকল ও কম গুনাগুন সম্পন্ন মোবাইল চীন থেকে প্রচুর পরিমাণে বাংলাদেশে আমদানি করা হচ্ছে। এসব মোবাইল কোয়ালিটি খুবই বাজে, কিন্তু বিক্রি করছে আসল মোবাইল এর দামে। মো্বাইল ফোন বিজনেসম্যান এসোসিয়েশন এ প্রেসিডেন্ট নিজামুদ্দিন জিতু বলেছেন, প্রায় ১০ মিলিয়ন সেট প্রতি বছরে বাংলাদেশে প্রবেশ করে। এখান থেকেই বোঝা যাচ্ছে বাংলাদেশের অনেক মোবাইল ব্যবহারকারী প্রতারিত হচ্ছে। আপনার মোবাইলটাও যে নকল না তা কিন্তু আপনার বুঝতে অনেক কষ্ট হবে। এখন আমাদানি কারকরা এতো পরিমাণ দক্ষ যে তারা IMEI নাম্বারটাও নকল করতে পারে।
আপনার মোবাইল এর IMEI নাম্বার আসল কি নকল তা জানতে পারলেই বুঝবেন আপনার সেটটি নকল কিনা।
আপনার মোবাইল থেকে *#06# চাপুন। আপনার মোবাইলের পর্দায় যে নাম্বারটা দেখাবে তা চেক করার জন্য একটি ওয়েবসাইটে সাবমিট করতে হবে।ওযেবসাইট এর লিংকটা । এখান থেকে সমস্যা করলে আমার ফেসবুক পেজে  সরাসরি লিঙ্ক দেয়া আছে। ওখান থেকেও নিয়ে নিতে পারেন।
আপনি ওয়েবসাইটে প্রবেশ করে নিচের চিত্রের মতো দেখতে পাবেন।
আপনার IMEI নাম্বারটি ভ্যালিড হলে নিচের মতো দেখাবে
আর নকল কিংবা ইনভ্যালিড হলে নিচের মতো দেখাবে।
আগে প্রকাশিত এখানে। ভালো লাগলে লাইক ও কমেন্ট দিয়ে উৎসাহ দিয়েন। আরও ভালো কিছু দেয়ার চেষ্টা করবো।