MOZILLA FIREFOX ADD-ONS PROBLEM!

আপনারা অনেকেই হয়ত এই ট্রিকটা জানেন, যারা জানেন প্লিজ বকা দিবেন না। আর যারা জানেন না তারা জেনে নিন।
শিরনাম দেখেই বুঝতে পারছেন যে আমার এই পোস্টটি মজিলার এডঅন নিয়ে। আমরা যারা মজিলা ইউজ করি মজিলা কখনো সমস্যা করলে আমরা অনেকেই মজিলা রিমুভ করে পুনরায় ইন্সটল করি অথবা উইন্ডোজ সেটআপ দিলেও মজিলা পুনরায় ইন্সটল করতে হয়। আর তখন আগের মজিলায় থাকা এডঅনগুলা আবার খুজে খুজে ইন্সটল করতে হয়। আমি আপনাদেরক এই ঝামেলা থেকে মুক্তির উপায় বলে দিবো।
কথা না বাড়িয়ে আসুন মুল টপিকে চলে যাই।
আপনাদের কাছে যদি search everything  নামের এই সফটওয়ারটা না থাকে তাহলে এখান থেকে ডাউনলড করে নিন। সফটওয়ারটি ইন্সটল করার পর রান করুন। এবার সার্চ বক্সে .xpi লিখে সার্চ করুন। .xpi এক্সটেনসন এর অনেকগুলো ফাইল পাবেন। এই ফাইল গুলই মজিলা এডঅন। ফাইল সবগুলো কপি করে একটি ফোল্ডারে পেস্ট করে সংরক্ষণ করুন। মজিলা পুনরায় ইন্সটল করার পর পূর্বে কপি করা এডঅন ফাইলে মাউস পয়েন্টার নিয়ে রাইট বাটন ক্লিক করুন এরপর ওপেনউইথ মজিলা সিলেক্ট করুন আর ওপেন করুন। মজিলা ওপেন হওয়ার পর এডঅন ইন্সটল করার পারমিসন চাইবে ইন্সটল সিলেক্ট করে এডঅনটি ইন্সটল করুন। এভাবে আপনার সংরক্ষন করা সবগুলো এডঅন অথবা আপনার যে কয়টি এডঅন প্রয়োজন ইন্সটল করে নিন।