INCRESS 20% BANDWIDTH SPEED WINDOWS XP & WINDOWS 7 USER

আমরা অনেকে হয়ত জানিনা উইন্ডোজ আমাদের নেটের ২০% ব্যান্ডউইথ Reserve করে রাখে।আপনি ইচ্ছে
করলে এই Reserve কৃর্ত ব্যান্ডউইথ ব্যবহার করে
আপনার নেটকে করে তুলতে পারেন আর ও গতিময়।আসুন দেখি কিভাবে কাজটি করা যায়:
(১)প্রথমে স্টাট বাটন ক্লিক করে রানে যান
(২)Run এর মধ্যে টাইপ করুন gpedit.msc     ENTER  দিন .
(৩)Group policy Editior চালু হবে
(৪)এর পরে খুজুন Local computer policy
(৫)এর পরে যান computer configuration
(৬)তারপরে যান Administrative Templates
(৭)Network এ যান
(৮)এর পরে খুজুন QQS Paket Scheduler এবং এতে ক্লিক করুন
(৯)Limit Reservable Bandwidth
খুজে বের করুন এবং এর মধ্যে ডাবল ক্লিক করুন।
(১০)দেখবেন Lmit Reservable Bandwidth propertise নামে একটা উইন্ডোজ আসবে।যার Setting tab এর মধ্যে
দেখবেন not Configured রেডিও বাটনে চেক
দেওয়া আছে।আপনি not configured এর নিচে
যে Enable বাটন আছে এর মধ্যে ক্লিক করে এনাবল
করুন
(১১)এবার দেখুন Bandwidth limit এ দেখুন 20% করা আছে এটাকে আপনি 0% করে দিন।এবার আপনার উইন্ডোজে আর কোন ব্যান্ডউইথ
Reserve করা নেয়।এবার আপনি গ্রুপ পলিসি এডিটর বন্ধ করে দিন।আপনার কাজ শেষ।এখন নেট ব্যবহার করুন আগের চেয়ে গতিময়।এর আগে নেট এর
গতি বাড়ানো নিয়ে একটি টিউন করেছিলাম যা শুধু
উইন্ডোজ xp তে কাজ করত আশা করছি এটা xp
এবং window 7 দুটোতেই কাজ করবে।সেভেন ব্যবহারকারীরা এটা কাজ করছে কিনা জানিয়েন।আমার কাছে নেটের স্পিড বাড়ানোর আর কিছু টিপস আছে যদি
লাগে তাহলে বলেন।এই টিউনটি যদি একজনেরও কাজে
লাগে তাহলে আমার টিউন করা সার্থক হবে।ধন্যবাদ সবাইকে ভাল থাকবেন।