DISTRUB................ USEING LAN ...........ANY USER....

এমন অভিযোগ হামেশাই শোনা যায় যে একই নেটওয়ার্কের মধ্যে অবস্থিত ইউজারদের মধ্যে কেউ কেউ এত ডাউনলোড করেন যে অন্যদের পক্ষে সাধারনত ইন্টারনেট সার্ফিং করাই কঠিন হয়ে দাড়ায়। বিশেষত মেস ও ছোট অফিস যেখানে ইন্টিলিজেন্ট ডিভাইস নেই ট্রাফিক কন্ট্রোল করার জন্য সেখানে এই নিয়ে ঝামেলা বা মারামারিও দেখা যায়। আজ আমরা ঐসব পাবলিকদের টেক কেয়ার করব। নিচের রুলগুলা ফলো করেন...
১> ভালভাবে প্রবলেমটা বোঝানোর চেষ্টা করেন।
২> সাধারনত এইসব পাবলিক ভালকথায় শোনে না।
৩> না শুনলে চলেন ডলা দেওয়ার ব্যাবস্থা করি...
প্রথমেই নিচের লিঙ্ক থেকে "নেটকাট" নামক সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।
http://www.arcai.com/download/netcut.exe
এবার নেটকাট আইকনের উপর রাইট ক্লিক করে পপ-আপ লিষ্ট থেকে "রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর" -এ ক্লিক করুন।
তাহলে নেটকাট অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজ নিয়ে ওপেন হবে।

--------------------------------------------------------------------------------------------------

এর পর খুবই সোজা। নেটকাট উইন্ডোতে আপনি আপনার নেটওয়ার্কের সমস্ত কানেক্টেড হোস্টদের দেখতে পাবেন। যাকে ডলা দিতে মন চাবে তাকে সিলেক্ট করে "কাট অফ" -এ ক্লিক করুন।

বি.দ্র: নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের পারমিশন ছাড়া কাউরে ডলা দেওয়া উচিত নহে। ইহা একটি অপরাধ। কাউরে ডলা দিতে গিয়ে নিজে অ্যাডমিনের ডলা খেলে লেখক দায়ী নয়।