FORGOT YOUR WINDOWS PASSWORD!!

আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন ।
আপনাদের দোয়াই আমিও ভালো আছি । কথা না বাড়িয়ে কাজের কথা বলি  আমার মত যারা আছেন তাদের এই টিউনটি অনেক কাজে লাগবে । আমরা অনেকে কম্পিউটার ব্যাবহার করি . সাবধানতার  নানা কারনে লগ ইন পাসওয়ার্ড দিয়ে রাখি । কিন্তু আমাদের ঐ পাসওয়ার্ড যখন ভুলে যাই তখনই তো আর লগিন করতে পারি না । অনেকে হইত জানেন না কি করে এই পাসওয়ার্ড রিমুভ করবেন তাই তারা নতুন windows  সেটআপ করেন এটা যেমন সময় সাপেক্ষ তেমনি আমাদের অনেক গুরুত্বপূর্ণ ফাইল হারিয়ে যাই । তাই আমি আজ এমন একটি ISO নিয়ে হাজির হয়েছি যা কিনা আপনার  পাসওয়ার্ড ভুলে গেলে বা না জানলে রিমুভ করে দিবে :D
ISO ফাইলটা যেকোনো ISO burner দিয়ে সিডিতে বার্ন করে boot করেই দেখুন যাদু । USB boot করে করা যাবে :D
আমি আগেই বলি আপনাদের windows এর কোন ক্ষতি হবে না এটা জাস্ট আপনার লগিন পাসওয়ার্ড রিমুভ করে দিবে
তাই যাদের যাদের প্রয়োজন শেষ হওয়ার আগেই নিজের টা এখান থাকে নিয়ে নিন  …
কোন সমস্যা হলে কমেন্ট এ জানাবেন । আপানদের কমেন্ট এ পরবর্তী পোস্ট এর প্রেরনা … আজ এই পর্যন্তই অনেক কথা বলে ফেলেছি  সবাই ভালো থাকবেন

UNBLOCK ANY MODEM....

আসসালামু আলাইকুম । আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন । আজ আপনাদের দেখাবো কি ভাবে লক মডেম কে আনলক করা যাই । আমরা অনেকেই মডেম দিয়ে নেট ইউস করি এখনো ওয়াইম্যাক্স এতটা নেট্ওয়ার্ক কভারেজ নাই শুধু ঢাকাতেই আছে । আমাদের অনেকের মডেম আবার বাহির থেকে আনা বা কেউ গিফট দিছে এই রকম কিন্তু এগুলা বেশির ভাগ সময় লক থাকে আপনি ওই কম্পানির সিম ছাড়া নেট ইউস করতে পারবেন না এই রকম আরো অনেক কিছু আছে । তাই এখন দেখবো কি ভাবে লকেড মডেমটিকে আনলক করা যায় ।
প্রথমেই এখান থেকে ৩ এমবির  টি ডাউনলোড করে নিন Download
  1. প্রথমেই জিপ ফাইলেই ভিতরে থেকে সব গলো ফাইল এক্সট্রাস করুন।
  2. তারপর “dccrap.exe” নামের ফাইলটি ওপেন করুন।
  3. আপনার নেট ডিসকানেক্ট করুন ( যে সিমটিতে নেট ছিল তা খুলে ফেলুন এবং অন্য যে কোন সিম প্রবেশ করান )
  4. তারপর ওপর থেকে “manufacturer” সিলেক্ট করুন এবং দেখিয়ে দিন আপনার মডেম টি কোন কম্পানির।
  5. তারপর সিলেক্ট মডেল থেকে আপনার মডেমের মডেল দেখিয়ে দিন।
  6. তারপর magnifying glass, এর যাইগাতে ক্লিক করুন । তখন আপনার মডেম খোজা শুরু করবে।
  7. ডিভাইস পেয়ে গেলে Unlocking menu থেকে “unlock”  সিলেক্ট করুন।
  8. কিছুক্ষন অপেক্ষা করুন এবং আনলক হয়ে গেলে সাকসেস্ ফুল আনলিকিং একটা মেসেজ দিবে , হয়ে গলো আনলক।
কারো যদি কাজ না হই নিচে কমেন্ট করে জানাবেন অবশ্যই।

MOVIE,SONGS,SOFTWARE,FREE CALL WEBSITE ADDRESS LIST

এক নজরে দেখে নিন Movie, song, সফটওয়্যার download, FREE CALL সহ আরও অনেক প্রয়োজনীয় ওয়েবসাইট এর ADDRESS 
১। ১০ টি Movie Downloads Site Links দিয়ে শুরু করছি।
1. http://mediafiremoviez.com/
2. http://www.300mbmovie.com/
3. http://mediafiremoviez.com
4. http://www.urgrove.com/
5. http://www.yourpcmovies.net/
6. http://www.worldfree4u.com/
7. http://azmiqs-movie.blogspot.com/
8. http://mediafire-strain.blogspot.com/
9. http://freesoftnmovies.blogspot.com/
10. http://www.Demonoid.com
২। ‘ এখন দেখুন বাংলাদেশের ১০টি সংবাদপত্রের লিঙ্ক।
1. http://dailykalerkantho.com/
2. http://dailyinqilab.com/
3. http://dailyjanakantha.com/
4. http://dailynayadiganta.com/
5. http://bangladesh-pratidin.com/
6. http://mzamin.com/
7. http://www.newstoday.com.bd/
8. http://www.thebangladeshtoday.com/
9. http://nation.ittefaq.com/
10. http://www.thefinancialexpress-bd.com/
৩। ‘ song download site links:
1. http://bdmusic24.net
2. http://beemp3.com/
3. http://mp3skull.com/
4. http://bd-gaan.com/
5. http://www.mybanglamp3.com/
6. http://musicjagat.com/
7. http://www.aimraj.com/
8. http://www.djmaza.com/
9. http://music.songs.pk/
10. http://www.hungama.com/
৪। ‘ বিভিন্ন গান এর lyric খুজুন নিচের সাইট গুলো থেকে।
1. http://www.metrolyrics.com/
2. http://www.azlyrics.com/
3. http://www.lyrics007.com/
4. http://www.sing365.com/
5. http://www.lyricstime.com/
6. http://www.lyricsreg.com/
7. http://www.lyricsdepot.com/
8. http://www.lyricsbox.com/
9. http://www.hotlyrics.net/
10. http://www.alwaysontherun.net/
৫। ‘ FREE CALL করা যায় এমন কিছু সাইট।
1. http://www.tokiva.com
2. http://www.evaphone.com
3. http://www.freecallbutton.com
4. http://www.voipraider.com
5. http://www.ibibo.com
6. http://www.e-freesms.com/calls.php
7. http://www.tamilmini.net/freecall
8. http://www.fring.com
9. http://www.localadsrediff.com
৬। ‘ আপনার  কম্পিউটার এর জন্য প্রয়োজনীয় সফটওয়্যার খুজে বের করুন নিচের সাইট গুলো থেকে।
1. http://www.filehippo.com/
2. http://www.apphit.com/
3. http://en.softonic.com/
4. http://www.softpedia.com/
5. http://download.cnet.com/
6. http://www.filecrop.com/
7. http://downloads.zdnet.com/
8. http://www.filebuzz.com/
9. http://www.sharewareconnection.com/
৭। ‘ কয়েকটি proxy site দেখে নিন।
1. http://aniscartujo.com/webproxy
2. http://www.badboysproxy.com
3. http://www.hagiomusic.info
4. http://www.hideipaddress.net
5. http://proxiesrus.com
6. http://www.proxypan.com
7. http://www.proxyzip.org
8. http://www.cloakip.net
9. http://www.browsesneaky.com
৮। ‘ কয়েকটি সেরা torrent websites ও নিয়ে এলাম।
1. http://thepiratebay.se/
2. http://kat.ph/
3. http://www.torrentdownloads.net/
4. http://yourbittorrent.com/
5. http://www.sumotorrent.com/
6. http://www.picktorrent.com/
7. http://www.animesuki.com/

HIDE IP EASY SOFTWARE FREE DOWNLOAD

ডাউনলোড করুন Hide IP Easy আর আপনার IP কে খুব সহজে লুকিয়ে রাখুন ।

আল্লার নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । আজকে আমি আপনাদের সাথে একটি  IP Hide সফটওয়্যার শেয়ের করবো । আশাকরি এই সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত বলার আর কিছু নেই । তো সফটওয়্যার টি ডাউনলোড করতে একটু নিচে যান ।24615495196995889079117944485306
* সফটওয়্যার টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন । ডাউনলোড করা সম্পূর্ণ হলে Winrar দ্বারা সফটওয়ার টিকে ওপেন করুন তারপর ইন্সটল করুন ।
* সফটওয়্যার টিকে ফুল ভার্সন যে ভাবে করবেন , সফটওয়্যার টি ইন্সটল করার পর run না করে প্রথমে এই ফাইল থেকে Crack নামে যে file টি আছে সেটিকে কপি করুন, এবার computer থেকে C:Program FilesHideIPEasy তে ক্লিক করুন এবার Crack ফাইল টি কে সেখানে পেস্ট করুন ।ব্যাস হয়েগেল ফুল ভার্সন ।
* কোন অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন । আমি হেল্প করার চেষ্টা করবো । তা হলে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে .

EASYLI VIEW MOBILE SITE

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন । আপনারা অনেকেই পিছি থেকে মোবাইলের সাইট গুলো ব্রাউজ করতে পারেন না । তাই আমি আজ এর সমাধান নিয়ে আসলাম ।আপনাদের জন্য ফায়ারফক্স এর একটি এড-অন যা দিয়ে আপনারা যেকোনো মোবাইল এর সাইট ব্রাউজ করেতে পারবেন । এখন কাজের কথা বলি এড-অনটির নাম User Agent Switcher ডাউনলড এর জন্য এখানে ক্লিক করু । এরপর আপনার ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করুন ।
Tools -এ  ক্লিক করুন দেখবেন সেখানে
Default user agent নামের একটি অপশন সেখানে মাউস দিয়ে হাইলইট করুন দেখবেন আরও একটি menu আসেছে সেখান থেকে iphone 3.0 অপশনটিতে ক্লিক করুন আপনার কাজ শেষ । এখন আপনার ব্রাউজার iphone 3.0 এর মুড এ চলবে এবং আপনি যেকোনো মোবাইল এর সাইট ব্রাউজ এবং ডাউনলড কতে পারবেন।
আমার সাথে থাকার জন্য ধন্যবাদ যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার চোখে দেখবেন।

INCRESS YOUR INTERNET SPEED

আজ অনেক দিন পর টিউন করতে বসলাম। আসলে বিবিএ ২য় বর্ষের পরীক্ষা চলচে তো তাই। বর্তমান যুগ এ ইন্টারনেট ছাড়া আমরা প্রায় সম্পূর্ণ অচল। আর সেই ইন্টারনেট যদি স্লো গতির হয় তাহলে আমাদের মন খুব খারাপ হয়ে যায় এবং মনে হয় যেন অসহ্য যন্ত্রনার মধ্যে পড়ে যাই। আমরা কত কিছু না করি নেটের গতি বাড়ানোর জন্য। এবার কাজের কথায় আসি।
পিসির যন্ত্রাংশ পরিবর্তন না করেই এখন ইন্টার নেটের গতি বাড়িয়ে নিবেন।
প্রখমে Run\compmgmt.msc\computer Management খুলে Modem অপশনটিতে দুই ক্লিক করে Properties এ যান। Port setting ট্যাবে গিয়ে Bit Per Second  ক্লিক করে সর্বোচ্চ মান (১২৮০০০) নির্বাচন করুন।
প্রতিবার নেট কানেকশনের পূর্বে কন্ট্রোল পেনেলএ গিয়ে নেটওয়ার্ক কানেকশন > পপারটিজ > কনপিগার অপশন থেকে Maximum Speed সর্বোচ্চ রয়েছে কিনা তা দেখুন। না থাকলে সর্বোচ্চ মান (৯২১৬০০) ঠিক করে দুবার Okকরুন। তবে অবশ্যই ইন্টারনেট সংযোগ বিচ্চিন্ন করে দিয়ে মডেম পিসিতে যুক্ত থাকা অবস্থায় এ কাজটি করতে হবে।

বারবার আগের পদ্ধতিতে অবলম্বনের বিড়ম্বনা এড়াতে Network Conection এ গিয়ে আপনার কানেকশনের শর্টকাট কী করে ডেক্সটপে রেখে দিন এবং পরবর্তিতে শর্টকাট ব্যবহার করে ইন্টারনেটে যুক্ত হোন।
ইন্টারনেট যুক্ত থাকা অবস্থায় Run\taskmgr\ok করে অথবা Ctrl+Alt+Del  চেপে টাক্স ম্যানেজার খুলুন। সেখানকার Application ট্যাব থেকে আপনার নেটওয়ার্ক কানেকশনের Application এ Right ক্লিক করে %০ To Process এ যান। Process ট্যাবে নেটওয়ার্ক কানেকশনের Application এর প্রসেস দেখা যাবে। ঔ Process এর ওপর Right Click ক্লিক কের Set Priority থেকে Above Normal সিলেক্ট করুন।

ইন্টারনেটে যুক্ত থাকা অবস্থায় একই প্রকৃয়ায় টাক্স ম্যানেজার খুলুন। সেখানকার Application ট্যাব থেকে আপনার ইন্টারনেট ব্রাউজার এপ্লিকেশন (মজিলা ফায়ারফক্স) এ Right Click ক্লিক করে %০ To Process এ যান। Process ট্যাবে ইন্টারনেট ব্রাউজার এপ্লিকেশন এর প্রসেস দেখা যাবে।

এসব অতিরিক্ত গতির আশায় Priority রিয়েল টাইমে দিবেন না। এতে আপনার কম্টিউটারের প্রসেসরের ওপর অতিরিক্ত চাপের সৃষ্টি হয় এবং কিছু সময় পর আপনার পিসি Restart নিতে পারে।
PC restart দিএয়া নেট চালু করুন............................................................।

ROBI OPERATOR INTERNET PACKAGE DETAILS.

**এই তথ্য গতকাল রবি কেয়ার থেকে সংগ্রহ করা। যে কোন সময় পরিবর্তন হতে পারে। যে কোন পরিবর্তনের জন্য লেখক দায়ী নয়।
ইন্টারনেট প্যাকেজচার্জ (ভ্যাট সহ)যেভাবে চালু করবেনমেয়াদ
১ জিবি৩১৬.২৫ টাকা*৮৪৪৪*৮৫#৩০ দিন
৩ জিবি৫১৭.৫০ টাকা*৮৪৪৪*৮৪#৩০ দিন
৫ জিবি৭৪৭.৫০ টাকা*৮৪৪৪*৮৩#৩০ দিন
১০০ এমবি১১৫.০০ টাকা*৮৪৪৪*৩০#৩০ দিন
৪০ এমবি৪৬.০০ টাকা*৮৪৪৪*৩৩#১৫ দিন
২০ এমবি২৩.০০ টাকা*৮৪৪৪*২০#০৭ দিন
২০০ এমবি (দৈনিক ব্রাউজ)৬৩.২৫ টাকা*৮৪৪৪*৮১#০১ দিন
১০ এমবি১১.৫০ টাকা*৮৪৪৪*৮০#০১ দিন
১ এমবি২.৩০ টাকা*৮৪৪৪*১৪#০১ দিন

FIREFOX ADD BLOCK TIPS...

Online-এ বিভিন্ন site-এ প্রবেশ করলে  Ad-গুলো একরকম মাকরশার জালের মতই বিরক্ত করে।

Popular site Youtube-এও এখন ভিডিও open করলে Ad  চলে আসে।

যাই হোক Firefox browser ব্যবহারকারিদের (যারা সমস্যাটিতে ভোগছেন)

একটা ছোট্ট Tip দিচ্ছি এই Ad বন্ধ করার।

Firefox-টি open করুন (Internet চালু রাখবেন)।

এরপর Tools menu-তে গিয়ে Add-ons-এ প্রবেশ করুন।

Extensions-এর উপরের ডান পাশে Adblock Plus লিখে search করুন এবং found

-এর পর এটি Install করুন।

আর Adblock Plus যদি আগেই install করা থাকে কিন্তু তা কাজ না করে তাহলে Extensions-এ

গিয়ে এটিকে Disable থেকে Enable করে নেবেন।

IMPORTANT SECURITY CODE FOR ANDROID PHONE

অ্যান্ড্রয়েড এর কিছু গুরুত্বপূর্ণ সিকিউরিটি কোড

অ্যান্ড্রয়েড ফোন এর জন্য রয়েছে অনেক সিক্রেট কোড যা আমরা অনেকেই জানিনা। এই কোড গুলো ব্যবহার করে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন এর বিভিন্ন সেটিংস্‌ পরিবর্তন অ ফোনে বিভিন্ন টেস্ট পরিচালনা করতে পারবেন। তো চলুন দেখে নিই কিছু সিক্রেট কোড।
codes
*#06# –  IMEI নাম্বার প্রদর্শন করবে।
*2767*3855# – ফ্যাক্টরি রিসেট কোড( ফনের সব ডাটা ডিলিট হয়ে যাবে )
*#*#4636#*#* - ফোন এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য।
*#*#273282*255*663282*#*#* - সকল মিডিয়া ফাইল ব্যাক আপ করার কোড।
*#*#197328640#*#* – সার্ভিস  টেস্ট মোড কোড।
*#*#1111#*#* –  FTA সফটওয়্যার ভার্সন ।
*#*#1234#*#* –  PDA এবং firmware ভার্সন।
*#*#232339#*#* – Wireless LAN টেস্ট কোড।
*#*#0842#*#* – ব্যাক লাইট ও ভাইব্রেসন টেস্ট কোড।
*#12580*369# - সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইনফর্মেশন।
*#*#2664#*#* – টাচ স্ক্রীন টেস্ট কোড।
*#9900# – সিস্টেম ডাম্প মোড।
*#9090# – ডায়াগনস্টিক কনফিগারেশন।
*#*#34971539#*#* –  ক্যামেরা ইনফর্মেশন।
*#872564# – ইউএসবি লগিন কন্ট্রোল।
*#301279# – HSDPA/HSUPA  কন্ট্রোল মেনু।
*#7465625# – ফোন লক স্ট্যাটাস।
*#*#7780#*#*   –  ফ্যাক্টরি রি-স্টোর সেটিং। গুগল অ্যাকাউন্ট সহ সকল সিস্টেম ডাটা মুছে যাবে।
*2767*3855#   –  ফ্যাক্টরি ফরম্যাট সেটিং। সকল ইন্টারনাল এবং এক্সটারনাল ডাটা মুছে যাবে এবং ফার্মওয়্যার রি-ইন্সটল হবে।
*#*#4636#*#*   – ফোন এবং ব্যাটারি ইনফর্মেশন।
*#*#273283*255*663282*#*#* -  ফাইল কপি স্ক্রীন। সব ইমেজ, সাউন্ড, ভিডিও, ভয়েস মেমো ব্যাক আপ করা যাবে।
*#*#197328640#*#*    - সার্ভিস মোড কোড। বিভিন্ন টেস্ট ও সেটিং বদলানোর জন্য।
*#*#7594#*#*   –  এই কোড আপনার ইন্ড কল/ পাওয়ার বাটন কে ডাইরেক্ট পাওয়ার অফ বাটন এ পরিনত করবে।
*#*#8255#*#*  -  G Talk সার্ভিস মনিটর কোড।
*#*#34971539#*#*    -  ক্যামেরা ইনফর্মেশন। ক্যামেরা ফার্মওয়্যার আপডেট অপশন টি ব্যবহার করবেন না। এতে আপনার ক্যামেরা ফাংশন বন্ধ হয়ে যাবে।

W-LAN, GPS and Bluetooth Test Codes:

*#*#232339#*#* OR *#*#526#*#* OR *#*#528#*#*   –  W-LAN টেস্ট কোড। টেস্ট শুরু করার জন্য মেনু বাটন ব্যবহার করুন।
*#*#232338#*#*    -  ওয়াইফাই ম্যাক এড্রেস।
*#*#1472365#*#*    -  জিপিএস টেস্ট।
*#*#1575#*#*    -  আরেকটি জিপিএস টেস্ট কোড।
*#*#232331#*#*   –  Bluetooth টেস্ট কোড।
*#*#232337#*#    -  Bluetooth ডিভাইস ইনফর্মেশতেস

*#*#0588#*#*    - প্রক্সিমিটি সেন্সর টেস্ট।
*#*#0*#*#*    -  এলসিডি টেস্ট।
*#*#2664#*#*   –  টাচ স্ক্রীন টেস্ট।
*#*#2663#*#*    -  টাচ স্ক্রীন ভার্সন।
*#*#0283#*#*   –  প্যাকেট লুপ ব্যাক।
*#*#0673#*#* OR *#*#0289#*#*    -  মেলোডি টেস্ট।
*#*#3264#*#*    -  র‍্যাম ভার্সন টেস্ট।