GP MMS FREE INTERNET FULL DETAILS..........ALL PROBLEM SOLVE.

গ্রামীণফোন ফ্রি নেট নিয়ে এটিই আমার শেষ টিউন। এরপর ফ্রি নেট বন্ধ হলে আমি আর নতুন টিপস নিয়ে শেয়ার করবো না।

হাই! আমি টিজে গেমওয়ালা! আমি মূলত গেম নিয়ে টিউন করি এই ব্লগে। তবে ইদানিং জিপি ফ্রি নেট নিয়ে পোষ্ট করছি ধারাবাহিক ভাবে। একটা কথা পরিস্কার করে বলে রাখছি, ভাই আমিও আপনাদের মতোই একজন সাধারণ নেট ইউজার, নেট সম্পর্কে আমার তেমন ধারণা নেই। এই টিপসগুলো আমি বিভিন্ন জায়গা হতে এনে জোড়া দিয়েছি মাত্র এবং আমার কাজ এখানে শুধুমাত্র স্পিডি প্রোক্সি দেওয়া!!! তাই আমাকে এইসব ফ্রি নেট এর বস বলবেন না ।
কিছুদিন আগে রানা ভাই মোবাইলের জন্য অপেরা মিনি নতুন করে দেবার পর তারপরের দিনই গ্রামীণফোন কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দেয়। এবং পিসিতে ব্যবহার করার জন্য gpmms সেটিং করে দেয়!! আসলে এবার তো কোনো আলাদা করে প্রোক্সি দেওয়া হয়নি সরাসরি জিপিএমএমএস সিলেক্ট করা হয়েছে তাই গ্রামীণফোন gpmms টি ডিলেট করতে পারে নি, কারণ এটি বন্ধ করে দিলে গ্রামীণফোন নেটওর্য়াক এর এমএমএস ব্যবস্থাটিই বন্ধ হয়ে যাবে!! তার মানে এই পদ্ধতিতে অনেকদিন পযর্ন্ত ফ্রি নেট ব্যবহার করা যাবে।
তবে আর শান্তি মতো ব্যবহার করতে দিল না!!! আমার ওই পোষ্টের দুই দিনের মাথায় গ্রামীণফোন এমএমএস নেটওর্য়াক কে ৪ মিনিট ৩৬ সেকেন্ডে লিমিট করে দেয়। মানে প্রায় ৫ মিনিট পর পর নেট অটো ডিসকানেন্ট হয়ে যাবে!! গ্রামীণফোন ভেবেছে যে একটি এমএমএস পাঠাতে ৫ মিনিট এর বেশি সময় লাগে না!! তবে আমি আজ এর সমাধান এনেছি।
গ্রামীণফোন সরকার এর কাছ থেকে ১ গিগাবাইট ডাটা ১৪ টাকায় (১৩ টাকা ৪৪ পয়সা) কিনে। এবং তা আমাদের কাছে ৩৪৫/= টাকায় বিক্রি করে!!! ওরে!!! তাই এই উচ্চ মূল্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। ভারতে গ্রামীণফোন (টেলিনর) ১জিবি ডাটা ৩৪ রুপিতে গ্রাহকদের দিচ্ছে। শুধু বাংলাদেশকেই ঠকাবে নাকি!!!
আপনারা নেট ঘাটলে দেখবেন যে, ভারতে এয়ারটেল এর ফ্রি নেট গ্রাহকেরা প্রায় কয়েক বছর ধরে ব্যবহার করছে, তাহলে এয়ারটেল ভারতে ফ্রি নেট বন্ধ করে দেয় না কেন!! কারণ এই ফ্রি নেট এর দরুণ এয়ারটেল অনেক গ্রাহক তাদের নেটওয়ার্কে যুক্ত করতে পেরেছে, বন্ধ করে দিলে এই গ্রাহক গুলোকে হারাবে তারা।
আর বাংলাদেশে গ্রামীণফোন ফ্রি নেট বন্ধ করে দিতে সাহস পায় কারণ গ্রামীণফোন এর মতো নেট স্পিড অন্য কোনো সিম কোম্পানিতে নেই বলে!!! যাই হোক!
ইন্টারনেটের দাম কমাতে হলে আমাদেরকে আন্দোলন এর ডাক দিতে হবে। ১জিবি প্যাক ১০০ টাকা ভ্যাট সহ যদি নির্ধারণ করা হয় তাহলে ফ্রি নেট এর দিকে মানুষ তাকাবেও না!
এবার টিউনে আসি:
প্রথমে আপনাকে পি১ প্যাকেজ ব্যাতিত অন্য যেকোনো প্যাকেজ একটিভ করে নিতে হবে।
এরপর আপনার মোডেম / পিসি সুইট সেটআপ করে নিতে হবে।
পিসি সুইট সেটআপ:
১। নোকিয়া পিসি সুইট ওপেন করুন।

২। এরপর নেট কানেক্ট অপশনে যান। সেখানে নিচের সেটিং অপশনে (স্ক্রু ড্রাইভার আইকন) ক্লিক করুন।

৩। এখানে:

Select Network Operator অপশন থেকে Configure the Connection Manually অপশনে ক্লিক দিয়ে নেক্সট বক্সে ক্লিক করুন।
৪। এখানে শুধু একসেস পয়েন্টে gpmms লিখে টিক চিহ্ন দিয়ে বেরিয়ে আসুন।

৫। এরপর কানেক্ট দিন। প্রথমবার কানেক্ট হতে হালকা সময় নেবে।
এরপর সরাসরি মোজিলা ফায়ারফক্স স্টেপস টিতে চলে যান - - - - -
জিপি মোডেম সেটিং:
১। প্রথমে দেখুন কারেন্ট আছে নাকি!!! আশুগঞ্জ বির্দ্যুৎ কারখানার কয়েকটি মেশিন বন্ধ হয়ে যাওয়ায় এই হবিগঞ্জ এরিয়ায় দিনে ৬ ঘন্টা কারেন্ট পাওয়া যায়!
২। এরপর আপনার পিসি/ল্যাপটপ টি ওপেন করুন।
৩। গ্রামীণফোন মডেম অথবা নোকিয়া পিসি সুইট কানেক্ট করুন।
৪। যেহেতু আমার নোকিয়া পিসি সুইট মানে নোকিয়া সেট নাই তাই আমি গ্রামীণফোন মডেম দিয়ে দেখাচ্ছি, পিসি সুইটেও একই নিময় বজায় রাখুন।
৫। গ্রামীণমোড মডেম সফটটি ওপেন হউক। এরপর টুলস>অপশন এ যান।

৬। টুলস ডায়ালগ বক্স আসলে সেখান থেকে প্রোফাইল ম্যানেজারে যান।

৭। এরপর নিচের মতো করুন এবং ছবি অনুসরণ করুন:

Profile Name:
GPMMS
APN Type:
Static
APN:
gpmms
আর কিছু করা লাগবে না। এরপর সেভ বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন।
৮। এরপর মেইন মেনু থেকে জিপিএমএমএস সিলেক্ট করে কানেন্ট দিন!

প্রথম বার কানেন্ট হতে হালকা সময় নেবে।****


এখন আপনাকে দুটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে, নিচের লেখায় ক্লিক করে সরাসরি ডাউনলোড দিন:
১। প্রোক্সিমাইজ - সাইজ ৩ মেগাবাইট,
২। অটো ডায়ালার - সাইজ ৪০০ কিলোবাইট।
প্রোক্সিমাইজ:
প্রোক্সি মাইজ সফটওয়্যারটির মাধ্যমে এখন আর আলাদা করে কোনো প্রোক্সি লাগবে না। এতে আপনি আপনার গোপনীয় সাইট (যেমন ফেসবুক, জিমেইল) মানে যেসব সাইটে পাসওর্য়্যাড দিয়ে ডুকতে হয় তা করতে পারবেন। হ্যাক হবে না।
স্টেপস:
১। সফটওয়্যারটি ডাউনলোড করুন,আনজিপ করুন, এটি পোর্টেবল সংস্করণ তাই সরাসরি প্রোক্সিমাইজ আইকনে ক্লিক করে প্রোগ্রামটি রান করুন।
২। সফটটি ওপেন করলে সিরিয়াল চাইবে।
Name:
GameWala
Serial:
2TCKX-TYQHL-NFN33-3YEDY-QW65D
এই তথ্য দিন।
৩। উপরের দিকে নতুন প্রোফাইল বাটনে ক্লিক করুন।


৪। একটি ডায়ালগ বক্স আসবে। এখানে এডড বাটনে ক্লিক করুন।


৫। এখানে এড্রেস বারে লিখুন ১০.১২৮.০০১.০০২ এবং Port বক্সে লিখুন ৮০৮০, প্রোটোকল HTTP নির্বাচন করে বেরিয়ে আসুন। CLICK OK


এরপর প্রোগ্রামটি মিনিমাইজ করে অটো ডায়ালার সফট টি ওপেন করুন।

এরপর অটো ডায়ালার সেটিং করতে হবে।


অটো ডায়ালার:
এই সফটওয়্যারটির মাধ্যমে নেট বিচ্ছিন্ন হবার সাথে সাথে আবার অটো কানেক্ট হয়ে যাবে। এজন্য আপনাকে প্রথমে প্রোক্সিমাইজ সফটটি চালু রেখে অটো ডায়ালার চালু রাখতে হবে, (মিনিমাইজ করে রাখবেন নেট ব্যবহারের সময় এই দুটি সফট)
ব্যাস! এবার আপনার পিসিতে যেকোনো ব্রাউজার দিয়ে নেট ব্রাউজিং করতে থাকুন।
ডাউনলোড এর জন্য আইডিএম ব্যবহার করুন।



ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহারের নিয়ম:
আইডিএম ওপেন করে অপশন বারে ক্লিক করুন, সেখান থেকে প্রোক্সি সেটিং এ যান। এখানে Https বক্সে ১০.১২৮.০০১.০০২ এবং পোট ৮০৮০ লিখুন। ব্যবহারে সমস্যা হলে Http বক্সেও লিখতে পারেন।



এবার সরাসরি ডাউনলোড করুন!!!


টরেন্ট ব্যবহারের নিয়ম:
১। যেকোনো টরেন্ট সফট যেমন ইউ টরেন্ট  ওপেন করুন, সেখান থেকে অপশন>পেফারেন্স এ যান।



২। প্রেফারেন্স ডায়ালগ বক্স থেকে কানেকশনস অপশনে ক্লিক করুন।

৩। এখানে প্রোক্সি টাইপ বক্সে HTTPS নির্বাচন করুন। এরপর প্রোক্সি ঘরে লিখুন 10.128.001.002 এবং পোট ৮০৮০।


নিচের use proxy server to peer-to-peer connection বক্সে টিক চিহ্ন দিতে পারেন যদি কাজ না করে বৈকি!
৪। এবার টরেন্ট ডাউনলোড শুরু করুন।

এন্টিভাইরাস আপডেট:
এই পদ্ধতিতে ওই সকল এন্টিভাইরাস আপডেট করা যাবে তাদের আলাদা প্রোক্সি সেটিং থাকে। যেমনটি এই এ্যাভাস্ট এন্টিভাইরাস।
১। এ্যাভাস্ট এন্টিভাইরাস সফট ওপেন করুন, সেটিংস অপশনে ক্লিক করুন:


২। সেটিংস ডায়ালগ বক্স আসবে, এখানে আপডেট অপশনে ক্লিক করুন এবং নিচের দিকে যান।


৩। নিচের দিকে প্রোক্সি সেটিং অপশনে ক্লিক করলে একটি পপ-আপ ডায়ালগ বক্স আসবে। এরপর নিচের ছবির মতো সেটিং করে বেরিয়ে আসুন।


এবার প্রয়োজন মতো আপডেট দিন।

 আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুক ঃ facebook