HOW TO CREATE E BLOGGER ACCOUNT


Follow the instruction given below to make your own blog for free and enjoy your blogging life..

Step1. Go to Blogger.com and Sign In using your Gmail/Google Account. if you don't have a google account then please first create google account and blogger account.

1. Create Google Account
2. Create Blogger Account

After sign in when you see below screen, click on New Blog button at the left to start to create a new blog.

new blogger account

Step 2. Create a new Blog title and url address
how to create new blogger site
Type in your Blog Title and the blog address you'd like to use, then choose a blog template.

  • If enter you domain side shows "Sorry, this blog address is not available"- that means, the address is used by someone, so you have to pick another address.
  • You can pick any template at this moment, and change it later
  • When blog title and address is Ok, click on Create Blog ! button at the bottom of the page.

HOW TO CREATE GOOGLE ACCOUNT.

                                    Google is a big online search engine in the world::

1. How to Create Google Account visit this page Here

Google Account

On this page you will find a form here. Fill in your email address, password, location, and the word verification. Your password must be at least eight letters. The best passwords use both letters and numbers. Click on "I accept. Create my account" when you are done.

Google will send an email to the address you provid to verify your account. Its may take a few minutes to receive the email. When you receive it, simple click on the link provided and your Google account will be verified.

After verified you can use All google products, Google provied many products Below list and detial about google products.

Google Products List Click HerE

EASILY APPROVED GOOGLE ADSENSE ........

এখন আপনাকে একাউন্ট পাবার জন্য যা যা করতে হবে।
১) একটি ডোমেইন। নরমালি ৮০০-১০০০ টাকার ভিতরে আপনি ভালো মানের কোম্পানি হতে ডোমেইন কিনতে পারবেন। অনেকের ধারনা ব্লগস্পটে গুগল এডসেন্সের একাউন্ট দিয়ে থাকে। কথাটি সত্য কিন্তু ব্লগস্পট দিয়ে আপনি একাউন্ট পাবে কিনা তার কোন গ্যারান্টি নাই। তবে ডোমেইন নিলে ১০০% গ্যারান্টি।
২) এখন কোন ভাবে ২৫-৩০ টা পোষ্ট লিখুন। অবশ্যই ইংরেজী ভাষায় হতে হবে। ইউনিক হতে হবে। আমাদের অনেকেরই প্রবলেম আমরা ইংরেজীতে পোষ্ট লিখতে পারি না। তাদের জন্যও কোন চিন্তা নেই। আমাদের সবার পিসিতেই কম বেশি ওয়াল পেপার থাকে। কম সাইজের ভিতর ১০০ টা ওয়ালপেপার বাছাই করুন(আপলোড করতে সুবিধা হবে।)। প্রতিটা পোষ্টের জন্য নিজের মত করে একটি টাইটেল দিন। প্রতিটা পোষ্টের ভিতর ৩-৫ টা করে ছবি যুক্ত করুন। সাথে ছোট্ট একটি বিবরন ও দিয়ে নিবেন। কি ভাবছেন টাইটেল ও বিবরন কিভাবে লিখবেন। গুগলের বুবে ওয়ালপেপার লিখে সার্চ করুন। দেখুন তারা কি স্টাইলে টাইটেল ও বিবরন লিখেছে। শুধু মাত্র আইডিয়ার জন্য দেখবেন।
৩) কোন প্রকার কপি পেস্ট করবেন না। অনেকে হয়তো বাংলাতে পোষ্ট লিখে ইংরেজী ট্রান্সলেটর দিয়ে তা ইংরেজী করে নিতে চাইবেন। এই কাজটি ভুলেও করবেন না। এতে পোষ্টের মাঝে গ্রামারটিক্যাল ভুল বেশি হয়ে থাকে। যা খুব সহজেই গুগলের নজরে পড়ে যায়।
৪) সাইটে যোগাযোগ. নীতিমালা, এবাউট নামে কিছু পেইজ তৈরী করুন। এবং পেইজগুলোতে কিচু লিখুন। চেষ্টা করবেন ১০০+ ওয়ার্ডে কিছু লিখতে।
৫) সাইটের কোন পেইজ যেন খালি না থাকে। কোন ক্যাটগরী যেন খালি না থাকে। যদি কোন কিছু খালি থাকে তা আন-পাবলিশ করে রাখুন।
৬) এডসেন্স সাপোর্ট করে না এমন বিষয় যেমন হ্যাকিং, পর্ন নিয়ে কোন বিষয় লিখবেন না। যতদিন না আপনার এডসেন্স এপ্রুভ না হচ্ছে।
এইবার গুগল এডসেন্সের জন্য এপ্লাই করুন। প্রথমে তারা অনটেস্ট হিসেবে আপনার এপ্লিকেশন এপ্রুভ করবে। তারপর ২-৩ দিন সময় নিবে ফাইনালভাবে এপ্রুভ করার জন্য। যখন ফুললি এপ্রুভ হয়ে যাবে তখন আপনি চাইলে আপনার ব্লগ সব ভাষায় পোষ্ট লিখতে পারবেন। যে কোন বিষয় নিয়ে পোষ্ট লিখতে পারবেন।
আশা করি আজকের পোষ্টটি আপনাদের কাজে লাগবে।

ALL IN ONE( WINDOWS SYSTEM CARE)

একটি সফটওয়্যার দিয়ে আপনার পিসির সকল সমস্যার সমাধান হবে। এই সফটওয়ারটিতে পাবেন। Antivirus, Uninstaller, Registry Cleaner, Disk Cleaner, File Shredder, Process Manager, Driver Manager, Unlocker, Smart Ram, Interner Booster, Startup Manager,  Registry Defrag, Smart Defrag, Undelete, Shortcut Fixer, Disk doctor, Win fix, Disk Explorer, Cloned file scanner, Empty folder scanner, System control, System information, Auto shutdown, Malware Removel, Privacy Sweep, Secutity Sefense, Junk files clean & others.
 Simplified Mode
 
 Expert Mode
V

V



এটি সেটআপ দেওয়ার পর মনিটরের উপরে একটি ছোট বার দেখাবে। এই বারে সিপিইউ এবং র‍্যাম কত ??% কাজ করছে সেটিও দেখাবে।

PEN DRIVE ICON CHANGE EASILY VIDEO TUTORIAL..

কেমন আছেন সবাই? আমি আপনাদের দোয়া ও আল্লাহের রহমতে ভালই আছি ।  আজ আপনাদের জন্য একটি মজার ও মজার টিউন নিয়ে হাজির হলাম । আশা করি আপনাদের ভাল লাগবে । যাক আর কথা না বাড়িয়ে কাজে লেগে যাই ।
টিউন টি সম্পূর্ণ বাংলায় ভিডিও করা হয়েছে । ভিডিও টি দেখে নিন । এবং দেখুন কিভাবে কোন প্রকার সফটওয়্যার ছাড়া Pendrive এর আইকন পাল্টাতে পারেন............
ভিডিও লিঙ্ক- Yoitube Link - Click Here
আগের মত লেখার অভ্যাস টা কমে গেছে । তবে তাই বলে টিউন থেমে থাকবে না । বরং আরও আকর্ষণীয় ভাবে উপস্থাপিত হবে । ভিডিও টি দেখলেই বুঝতে পারবেন । আমি মনে করি যারা নতুন কম্পিউটার ইউজার তারাও এ কাজ টি করতে সক্ষম হবে ।
যদি কোন ভুল হয়ে থাকে মাফ করবেন । আর ভালো লাগলে কি  আর করবেন? তা আপনারাই জানেন ।
আজ এ পর্যন্তই , আগামীতে আবার হাজির হব নতুন কোন টিউন নিয়ে । কারো বুঝতে সমস্যা হলে জানাবেন ।
ধন্যবাদ সকলকে । আল্লাহ হাফেজ...............

MAC TRANSFORMATION PACK FOR WINDOWS( FREE DOWNLOAD)

অনেক দিনের সখ আমি ম্যাক OS  ব্যাবহার করবো কিন্তু ব্যাবহার করা হয় নি। কেন জানেন? কারন আমার কম্পিউটার নরমাল। বাজার থেকে একটা ম্যাক এর DISK কিনলাম কিন্তু পিসি তো সেটআপ নেয় না। টাকা টাই গেল জলে। পরে ভাবলাম ম্যাক দিলে কি লাভ ওর সফটওয়্যার কই পাব তার চেয়ে উইন্ডোজ ই ভাল। নাই মামার চেয়ে কানা মামা ভাল এই এর কি? উইন্ডোজ ব্যাবহার করি অনেক দিন। কিছু দিন আগে টেকটিউনস এ এক ভাই বললেন বায়স অ নাকি সেটআপ করতে হয়। তা ও পারি নি। ম্যাক এর ভুত এবার মাথায় চাপল। এবার হেল্প নিলাম গুগল এর। গুগল কিন্তু আমাকে নিরাশ করে নি। পেয়ে গালাম Mac Transformation Pack for Windows  এখন আমি ব্যাবহার করি ম্যাক। অল উইন্ডোজ সফটওয়্যার ও চলে। কোন প্রব্লেম নাই। সফটওয়্যার টা মাত্র ৬৩mb.  তাই যদি আপনি চান তো ব্যাবহার করতে পারেন।  Schreenshot দিলাম। কেমন লাগল জানাবেন কিন্তু।
mac os,                                                          Shortcut Bar     
               
mac os,
                 Menu bar

FACEBOOK NEW FEATURE

জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক সম্প্রতি বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে।বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কগুলো সাথে পাল্লা দিয়ে চলার জন্য ফেসবুক প্রতিনিয়ত নতুন নতুন ফিচার উপহার দিচ্ছে তাদের ব্যবহারকারীদের।তারই ধারাবাহিকতায় গত ২৯ মে(২০১৩)এবার নিলে এল “ভেরিফাইড পেইজ অ্যান্ড প্রোফাইল”।
official fb newsফেসবুকের চালু হওয়া এই ফিচারটি বহুপূর্বেই ছিল আরেক সোশ্যাল নেটওয়ার্ক টুইটারে।এদিক থেকে বিবেচনা করলে ফেসবুকের এই ফিচার টুইটার থেকে ধার করা। :P
twitter varified অনেক অভিনেতা-অভিনেত্রী,সেলিব্রিটি,জনপ্রিয় বিভিন্ন কোম্পানী/ব্র্যান্ড,সরকারি বা বিখ্যাত সব ব্যবসায়ীদের ফেসবুক প্রোফাইল ও পেইজ ভেরিফিকেশনের কাজে নেমেছে ফেসবুক টিম।ইতিমধ্যেই বেশ কয়েকজন তারকা,কোম্পানী,ব্যক্তিদের ফেসবুক পেইজ ভেরিফিকেশন করা হয়ে গেছে।
varified bill gates page
নতুন এই ফিচারের ফলে তারকা বা সেলিব্রেটিদের নিয়ে ফেসবুকে যেই গুজব ছড়ায় তা অনেকাংশেই হ্রাস পাবে বলে ধারনা করা হচ্ছে।এছাড়া যারা পেইজ ব্যবসায়ী অর্থ্যাৎ তারকাদের নামে পেইজ খুলে প্রতারণা করত তাদের কপাল পুড়ল। :P
কিভাবে বুঝবেন পেইজটি ভেরিফাইড কিনা?খুব সহজেই।আপনার ফেসবুক সার্চ বক্সে কোনো সেলিব্রেটি বা কোম্পানীর নাম লিখে সার্চ দিন।উদাহরণস্বরূপ আমি “গুগোল” লিখে সার্চ দিলাম।এবার দেখুন,ভেরিফাইড করা ফেসবুক পেইজের ডান পাশে একটি নীল রঙের টিকচিহ্ন দেখা যাচ্ছে।
varified page google
“যেখানে দেখিবে নীল চিহ্ন ক্লিক মারিয়া দেখ তাই
পাইলে পাইতেও পারো ভেরিফাইড পেইজ/প্রোফাইল” :D
আশা করি,সব বুঝতে পেরেছেন।এবার আপনার লাইক দেওয়া ২নম্বারি পেইজগুলোকে আনলাইক/কিক মারুন।সত্যিকারের পেইজগুলোতে লাইক দিয়ে সত্যিকারের আপডেট জানুন। :)

UNLIMITED FACEBOOK BUT NO INTERNET CONNECTION

আসসালামুআলাইকুম ।  আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ।  ভালো থাকাটাই সব সময়ের প্রত্যাশা ।  
ইন্টারনেট ছাড়াই ফেসবুক ব্যবহার করার কথা শুনে অনেকেই চমকে উঠবেন এটাই স্বাভাবিক ।  শুনতে অবাক করার মত হলেও কথাটি সত্য ।  আপনি চাইলে ইন্টারনেট ছাড়াই ফেসবুক ব্যবহার করতে পারবেন, তাও আবার নিশ্চিন্তে আনলিমিটেড।  এজন্য আপনাকে শুধুমাত্র ৫ টাকা খরচ করতে হবে প্রতি সপ্তাহে।  তবেই দিন রাত ২৪ ঘন্টা আনলিমিটেড ব্যবহার করতে পারবেন ফেসবুক ।
গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বলতে আমরা যেটা বুঝি সেটা এখানে থাকছেনা । কেননা, এখানে আপনি কোন ইমেজ দেখা, আপলোড কিংবা ডাউনলোড করতে পারবেন না । দেখতে পারবেন না কোন ফ্রেন্ডের প্রোফাইল পিকচার কিংবা তার আপলোডকৃত ছবি ।  তবে, আপলোডকৃত কোন ছবিতে কে কমেন্ট করলো, কতজন করলো, কে লাইক দিলো, কতজন দিলো এবং কে শেয়ার করলো, কতজন করলো তার সবই জানতে পারবেন ।  কাউকে মেসেজ পাঠাতে পারবেন, রিসেন্ট পাঠানো মেসেজও দেখতে পারবেন ।  নিম্নের অপশনগুলোর সবই এক্সেস করতে পারবেন ।

  1. News Feed
  2. Update Status
  3. Post on Wall
  4. Friend Request
  5. Message
  6. Notification
* Account Setting

এছাড়াও আপনার ফেসবুকে আসা ফ্রেন্ড রিকুয়েস্ট, জমে থাকা নোটিফিকেশন, প্রতিনিয়ত যুক্ত হওয়া স্ট্যাটাস এবং নিউজফীড এর সবই আপনি জানতে পারবেন।  করতে পারবেন একাউন্ট সেটিং পরিবর্তন, প্রোফাইল আপডেট কিংবা মোডিফাই ।   শুধু তাই নয়, মোবাইল থেকে পাঠানো রিপ্লাই এর মাধ্যমে আপনি আপনার ফেসবুকে গ্রাফিক্যালি এক্সেস না করেও ইন্টারনেট ছাড়াই যাবতীয় সকল তথ্য জানতে পারবেন ।  এজন্য আপনার লাগছেনা কোন ইন্টারনেট সংযোগ, গুনতে হচ্ছে না বাড়তি বিলের ঝামেলা, ভাবতে হচ্ছে না কিলোবাইট শেষ হওয়ার বাড়তি টেনশন নিয়ে ।

এ কাজটি করার জন্য আপনার মোবাইল থেকে ডায়াল করুন  *৩২৫*৮৮#
তারপর কয়েকটি অপশন আসবে ।   নির্দেশনাগুলো অনুসরণ করুন ।  আপনার ব্যালেন্স থেকে ৫ টাকা কেটে নিবে ।  তারপর আপনার ফেসবুকের ইমেইল এবং পাসওয়ার্ড দিন ।
ব্যাস হয়ে গেলো  ।  এখন থেকে আপনি ইন্টারনেট ছাড়াই আনলিমিটেড ফেসবুক ব্যবহার করতে পারবেন।   প্রতি সপ্তাহে শুধু ৫ টাকা কাটবে আপনার ব্যালেন্স থেকে ।
এখন আপনি আপনার মোবাইল থেকে *৩২৫*৮৮# ডায়াল করুন, নিচের অপশনগুলো দেখতে পাবেন...
Welcome To Facebook
  1. News Feed
  2. Update Status
  3. Post on Wall
  4. Friend Request
  5. Message
  6. Notification
* Account Setting

যেকোন সময় পূর্বের মেনুতে ফিরে যেতে রিপ্লাই করুন # দিয়ে ।

এ সার্ভিসটি বন্ধ করতে ডায়াল করুন *৩২৫*২২ # ।

MOZILLA FIREFOX ADD-ONS PROBLEM!

আপনারা অনেকেই হয়ত এই ট্রিকটা জানেন, যারা জানেন প্লিজ বকা দিবেন না। আর যারা জানেন না তারা জেনে নিন।
শিরনাম দেখেই বুঝতে পারছেন যে আমার এই পোস্টটি মজিলার এডঅন নিয়ে। আমরা যারা মজিলা ইউজ করি মজিলা কখনো সমস্যা করলে আমরা অনেকেই মজিলা রিমুভ করে পুনরায় ইন্সটল করি অথবা উইন্ডোজ সেটআপ দিলেও মজিলা পুনরায় ইন্সটল করতে হয়। আর তখন আগের মজিলায় থাকা এডঅনগুলা আবার খুজে খুজে ইন্সটল করতে হয়। আমি আপনাদেরক এই ঝামেলা থেকে মুক্তির উপায় বলে দিবো।
কথা না বাড়িয়ে আসুন মুল টপিকে চলে যাই।
আপনাদের কাছে যদি search everything  নামের এই সফটওয়ারটা না থাকে তাহলে এখান থেকে ডাউনলড করে নিন। সফটওয়ারটি ইন্সটল করার পর রান করুন। এবার সার্চ বক্সে .xpi লিখে সার্চ করুন। .xpi এক্সটেনসন এর অনেকগুলো ফাইল পাবেন। এই ফাইল গুলই মজিলা এডঅন। ফাইল সবগুলো কপি করে একটি ফোল্ডারে পেস্ট করে সংরক্ষণ করুন। মজিলা পুনরায় ইন্সটল করার পর পূর্বে কপি করা এডঅন ফাইলে মাউস পয়েন্টার নিয়ে রাইট বাটন ক্লিক করুন এরপর ওপেনউইথ মজিলা সিলেক্ট করুন আর ওপেন করুন। মজিলা ওপেন হওয়ার পর এডঅন ইন্সটল করার পারমিসন চাইবে ইন্সটল সিলেক্ট করে এডঅনটি ইন্সটল করুন। এভাবে আপনার সংরক্ষন করা সবগুলো এডঅন অথবা আপনার যে কয়টি এডঅন প্রয়োজন ইন্সটল করে নিন।